অর্জুন - রাজ রাজ মুখোপাধ্যায়
মাঝরাতে বিগ বেনের ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠল
একরাশ কোকিলের আর্ত চিৎকার
সামনে দাঁড়িয়ে থাকা অন্ধকারকে প্রশ্ন করল
সময়ের আর কতটা এগোনো বাকি ?
নিশ্চুপ থাকল বিষণ্ণ প্রকৃতি, তার মায়াবী চোখ
খুঁজতে চেষ্টা করে না পাওয়া উত্তর;
এই গ্রহের বুকে যে এখন অসীম শূন্যতার বিচরণ !
এক কালো ছেলে বাঁশি হাতে ছোটে
তার সুরে স্পন্দিত হয় মহাসৃষ্টি
সেই সুর আগুন জালায়, বৃষ্টি নামায়, শান্ত করে যন্ত্রণা
তার ঠোঁটের কোণে মধুর হাসির ইন্দ্রজাল
অনুরাগ আজ পূর্ণ হয়ে ওঠে প্রেম !
শত বিপন্নতার মধ্যে কাশফুলের মিঠে সুবাস
মঙ্গলশঙ্খের প্রতিধ্বনির তরঙ্গে মিশে যায়
না বজ্রের আঘাত নয়, রুক্মিণীর চোখের জল নয়
কুয়াশার বুক চিরে টঙ্কার দেয় সোনার গাণ্ডীব !
Tags: The Indian Rover