
আমি নই নামজাদা কবি- উদয় পদ বর্মন
মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম
কোনো সাহিত্যের আঁতুড় ঘরে নয়,
আমিতো নই তেমন নামজাদা কবি
আমার লেখা নয়তো তেমন দামি
তবে কেন পড়বে আমার লেখা?
তাই কখনও কখনও ভাবি
কেনইবা লিখবো আমি
কাদের জন্য লিখবো
কে পড়বে আমার লেখা?
হিজিবিজি কী সব লিখি আমি
যার সাথে হয়তবা বাস্তবের
নেইতো তেমন কোনো মিল।
তবে কেউ পড়ুক বা না পড়ুক
তবু এই সাহিত্যের আঙিনায়
আমার জন্য লিখবো আমি।
কবি পরিচিতিঃ-
কবি উদয় পদ বর্মন। জন্ম-১৯৭৯ সালের ১০ই জুন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। পিতা- শ্রী হরিপদ বর্মন, মাতা- শ্রীমতি রেনুকা বর্মন এবং স্ত্রী শ্রীমতি তনুশ্রী বর্মন। পেশা- শিক্ষকতা। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করা। আমার প্রথম কবিতা -“আমি সেই ছেলে”। লেখালেখির সুবাদে বিভিন্ন পত্রিকায় একাধিক সম্মাননা প্রাপ্তি। এছাড়াও দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক ও পাক্ষিক সংবাদপত্রে নিয়মিত লেখা প্রকাশিত। “তোমাকে হয়নি বলা”- কবিতা সংকলন গ্রন্থে আমার প্রথম প্রকাশিত মুদ্রিত কবিতা “প্রেম”।