দর্শন - স্বপন মুখার্জি
আলোর নূপুর সনে
কে যেন মোর মনে
গায় আগামীর গান–
সুদূর পানে চেয়ে
একলা ডিঙি বেয়ে
প্রাণ করে আনচান।
তোমার সুরের দেশে
সহজ দাঁড়াই এসে
দু’চোখ ভরে যায়–
স্তব্ধ মৌন চিতে
পরাণ আচম্বিতে
দোয়েল সুরে গায়।
শিশির ভেজা ঘাসে
রঞ্জিত উল্লাসে
উধাও হয়ে যাই–
খুশির ঝর্ণাপাড়ে
বর্ষাবনের ধারে
তোমায় খুঁজে পাই।
জগৎ পারাবারে
বিশ্বরূপের তীরে
মনন আঙিনায়–
চেতন বিন্দু ঘেরা
প্রক্ষেপিত ধারা
তোমার পানে ধায়।
Bio :
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি (রসায়ন)।হুগলি জেলার কেশোরাম রেয়ন কারখানায় সুপারভাইজার পদে দু’বছর চাকরি।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হাউস-টিচার হিসাবে তিন মাস চাকরি।বীরভূমের লোকপাড়া উচ্চ বিদ্যালয়ের রসায়ন শিক্ষক রূপে ১৯৯৫ থেকে কর্মরত।
কিশোরকাল থেকেই কবিতা প্রীতি।স্থানীয় ও দূরের বহু পত্র পত্রিকায় অনেক কবিতার প্রকাশ।
Tags: The Indian Rover