প্রতিবন্ধকতার অন্তরায় - রিয়াজুদ্দীন মল্লিক
স্পন্দন যুক্ত ওই পেন্ডুলাম আজ আর সত্য কথা বলেনা।
জীর্ণ শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও এ সমাজের সল্কমোচনে একই শিলালিপি চোখে পড়ে।
যার গভীর থেকে গভীরে কীসের যেন এক আর্তনাদ উঁকি দেয় আজও!
সাইরেন গুলো যদিও তার বোধ-জ্ঞান হারিয়েছে তবুও ওই জীর্ণ হলুদ আস্তিন গুলো ছুটে চলে শুধুই দু-বেলা খাদ্য যোগানের-ই আশাই।
ভাত! ভাত!
আজকাল আর ভাত হাঁড়িতে মাকড়সার জাল চোখে পড়েনা।
জীর্ণ সে জাল ছিন্ন করে আজ ওখানেই গজিয়ে উঠেছে কিছু বনস্পতি।
আবার কোন অভাগার কপালে আজও শুধুই আগাছারা বাসা-বাঁধে।।
তবুও এ সমাজ শেষ সল্কের সাক্ষ্য বহন করবে,
যেখানে ভাগ্য নির্ধারিত।
পেন্ডুলাম তার সঠিক আর্তনাদ জানাবে,
জীর্ণ হলদে আস্তিন গুলিও সেজে উঠবে সাইরেনের পিন্ড দিয়ে।
আবার ভরে উঠবে চারিদিক বনস্পতির নিবিড়ে!
যেখানে ওই শিলালিপি গুলো পুনঃ লিখনের কাজে ব্যস্ত থাকবে।
Tags: The Indian Rover