fbpx

বেঁচে থাকি ভালবেসে

বেঁচে থাকি ভালবেসে - নিত্য রঞ্জন মণ্ডল

এ ভাবে বেঁচে আছি এ ভাবে বেঁচে থাকতে হয়
কতবার, ডুবে আছি জ্যোৎস্নার ছায়ায়
মানুষ কতবার কত আলো, মুঠি মুঠি ধান ধানখেতে ছুড়িয়ে আছে
মেঘের মধ্যে ঘাসবন চাঁদের আলো
যে আকাশ ভালবাসার শীত হৃদয়ে টানে
মনের ঘুম ছায়ার মতন বেঁচে থাকে
মৃত্যু আছে এ কথা জানি
তবু বেঁচে থাকি ভালবেসে জীবনের আলো নিয়ে
বেদনার তাসঘরে আপন কত যত্ন করে
শিশিরের ছায়া ঘাসবনে ছড়িয়ে যাবে মনে প্রাণে রাতের অন্ধকারে
নদী গিয়েছে বয়ে আপন কেউ নয়
আপনের মাঝে আপন পর একা বড় জীবন্ত একা।

নিত্য রঞ্জন মণ্ডল