মনখারাপের সই - পল্লব ঘোষ
যখন প্রেমে ধাক্কা খেলাম কেউ আসেনি বাঁচাতে।
অঝোর ধারায় কেঁদেছি কেউ আসেনি চোখ মোছাতে।
শরীর ছটফট করেছে মিলনের জন্য কেউ ভালোবাসা দেয়নি।
মন ভেঙে চুরমার হয়ে গেছে তাও কেউ মলম লাগিয়ে দেয়নি।
কতরকমের রঙিন পানীয় কেউ সাহারা দিতে পারেনি কখনো।
রাতের রূপকথারা বেমালুম উবে গেছে ব্যর্থ হয়ে।
কাটঅফ ক্লিয়ার না করার ব্যর্থতা তখনো দগদগে।
যা হয় সব মঙ্গলের জন্য কথাটা প্রচন্ড আঘাত করেছে তখন।
শ্রীমদ্ভগবদগীতার কোনো ব্যাখ্যা কাজে আসেনি।
কোনো কোমল হাত মাথা যন্ত্রণা সারাতে উপস্থিত ছিল না।
চা কফি বা ঘুমের ওষুধ কোনোটাই কাজে লাগেনি।
মনোবিদের পরামর্শ মেনে চলতে পারিনি কখনোই।
কত সেশন ব্যর্থ হয়েছে,
দিনের পর দিন মনের কথা মনের মধ্যে চেপে রেখে চলে এসেছি।
বলতে পারিনি। বলতে পারা যায়না। যায়নি।
কেউ ছিল না আমার তখন কেউ না কেউ না কেউ না।
ছিল শুধু একটা টেবিল ল্যাম্প, আর কতগুলো বাংলা ইংরেজি তে লেখা বই।
পড়তে পড়তে বইয়ের পাতাগুলো চোখের জলে ভিজে যেত।
ঐ নানা হরফের অক্ষর গুলো আমার দুঃখ শুষে নিয়েছিল। শরৎচন্দ্র বিমল কর থেকে সুনীল হয়ে হারারি।
রবীন্দ্রনাথ তো ঠাকুর।
এঁরা সবাই আমার পরিত্রাতা ।
আমার মনখারাপের সই।
এঁদের জন্য আমি আজ মরতে মরতে বেঁচে আছি।
Bio:
পল্লব ঘোষ কৃষ্ণনগর নিবাসী একজন নবীন লেখক। তিনি কবিতা লিখতে ভালবাসেন। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষা মাধ্যমে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর।