
২৫-শে বৈশাখ - অনুপ কুমার জানা
আজি এ’সকালে সোনালী কিরণে
জানাই তোমায় প্রণাম ,
জন্মিয়া বাংলায় পেয়েছ তুমি
বিশ্বকবির সুনাম ।
এসেছিলে আজকের দিনে
ধরাতলে হল ধন্য ,
সারা বিশ্ব আজ পূজিছে তোমায়
তুমি যে বরেণ্য ।
বিশ্ববাসী হয়েছে খুশি
বুঝেছে তোমার মর্ম ,
স্মরণীয় তুমি পূজনীয় তুমি
তব প্রতিভা অদম্য ;
সাহিত্য জগতে তুমি যে শ্রেষ্ঠ
এ’কথা সবাই জানে ,
তব প্রতিভার করিছে তারিফ
সবাই হ্নদয়-মনে ।
কি লিখেছে সেটা না ভেবে
কি লেখনি সেটা যে ভাব্য ,
কতো যে তকমার অধিকারী তুমি
সেটা নয় তো সহজ লভ্য ,
তুমি আসিয়া বাংলা ভাষাকে
উন্নীত করিলে বিশ্বদারে ,
আজ ২৫-শে বৈশাখে প্রণাম জানাই
তোমায় মাথা নত করে ।
মহান আদর্শের বিপ্লবী তুমি ,
তোমারও ভূমিকা অনেক স্বাধীনতায় ,
“নাইট” উপাধি ত্যাগ করলে
জালিয়ানওয়ালা বাগের জঘন্য ঘটনায় ;
ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে
তুমি করেছিলে রাখিবন্ধন ,
স্বদেশী আন্দোলনে সংগীত গেয়ে
দেশবাসীকে করেছ বিদেশী বর্জন ।
সাহিত্য জগতে নোবেল পুরস্কার
সারা ভারতবর্ষে শুধুই তুমি ,
বাংলা তাই গরবে মহিমান্বিত ,
ধন্য আজও ভারতভূমি ।
আজি এই কঠিন মূহুর্তে
করোণা আক্রান্ত প্রতিটি মনে ,
ঘটা করে নয় চুপীসাড়ে তাই
প্রণাম জানাই তব চরণে ।
Bio :
অনুপ কুমার জানা , পিতা — শীতল চন্দ্র জানা , মাতা — সরলা জানা । ছোটবেলা থেকেই কবিতা , গল্প , প্রবন্ধ লিখেছেন । নিজস্ব কবিতার বই কবিতাঞ্জলি । শিক্ষাগত যোগ্যতা — বি এস সি অনার্স ( রসায়ন ) , বেসিক কম্পিউটার , সি এস সি , এপ্রুভাল অফ প্রোডাক্সান কেমিস্ট ( ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল ) , কর্ম — ভলক্যান ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড , ইনজেকশন ডিপার্টমেন্ট ।