fbpx

পরকীয়া

পরকীয়া -কবিতা সামন্ত

জানিস মন,
ও পরকীয়া করতে এসেছিল ধরা পড়ে গেছে
ধরা পড়ে গেছে কারণ ও সেই পরকীয়ার
চিহ্ন ছেড়ে গেছে
 
ওদের সঙ্গম, ওদের মিলন
সবটুকু সবার চোখে ধরা পড়েছে 
 
শুধু শুধু ও যে ;
কেন বদনামের ভাগীদার হয় বুঝিনা
 
সারা বছর বুকের ভেতর সুপ্ত বাসনা 
লুকিয়ে রেখেও অবশেষে সবার সম্মুখে 
তার উন্মোচন করেই দেয়
 
ওর এই পরকীয়া স্বভাবে যে পাপ করে সে পাপে
কতো জীবনে হাহাকার নেমে আসে 
তা কি ও বোঝেনা?
 
একূল ওকূল ভেসে সবার চোখেই 
শুধু ঘৃণার পাত্রি হয়ে যায় 
 
এই জন‍্যই বলে সম্পর্ক 
একজনের সঙ্গেই রাখা উচিৎ 
 
সমুদের সঙ্গে সম্পর্কে থেকেও 
ওই দূরের মেঘেদের সঙ্গে সম্পর্কে জড়ানো 
ঠিক হয়নি ওর
 
মেঘেদের বীর্য স্খলনে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করতে গিয়ে পোড়ার মুখী নাজানি আরও 
কতো বদনামের অধিকারী হলো!!