
লেখিকা- রিমঝিম চট্টরাজ
লেখিকা
মনে জমে থাকা ধুলোর মতো,
বা চরকায় কাটা তুলোর মতো,
বড্ড এলোমেলো আমি।
শুধু শব্দের জালই বুনতে জানি ।
কোনো ঝোড়ো রাতের বৃষ্টির ফোটা,
আর কালো রাতের নিস্তব্ধতা,
অথবা থেমে যাওয়া সময় যেমন বড্ড নির্বিকার,
মনকেমনের গল্পটা তেমনই ভীষণ প্রিয় আমার।
পুরোনো আলমারির কোনো এক মুখচোরা কোণে,
লালচে পাতার মাঝে যেমন,
গোলাপের লাশ লুকিয়েছ গোপনে
তেমনি না-পাওয়ার মাঝে,
চাওয়া গুলো তুলেছি দেরাজে!
আমি ভাব বুঝি, ভাষা বুঝিনা,
আচরণ বুঝি, আশ্বাস মানিনা,
সাদা- কালো বুঝি, রামধনু চিনিনা,
বোধহয় পুরোনো আমি, বড়ই বেমানান!
আমি মুহূর্ত বুনতে পারি, গড়তে জানিনা,
তাই, লেখিকা আমি, প্রেমিকা না।
রিমঝিম চট্টরাজ