বহতা - অদিতি ঘটক
কোনো কোনো দিন নদীর পাশে বসি
ভেতরে ভেতরে অগ্নুৎপাত
লাভা ক্ষরণ
ফল্গুর মত চোরা স্রোত
আগ্নেয় গিরির জ্বালামুখ হতে ইচ্ছে হয় খুব
ইচ্ছে হয় সশব্দ হুঙ্কারে উত্তপ্ত লাভা উদ্গারের
নদী এসবের কোনো খবর রাখে না
আপন ছন্দে বয়ে যাওয়াতে সে বিভোর
নদী হাসায়, কাঁদায়, ভাসায়
ফুঁসে উঠে, গর্জন করে, শীর্ণ হয়
সুমিষ্ট থেকে লবনাক্ত হয়।
সূর্যের ঝিলিমিলি আলো খেলা করে দেহ ঘিরে
চাঁদের ছায়া ভেঙে ভেঙে পড়ে
সারা শরীর জুড়ে হিরের কুচির দ্যুতি
আমি কোনো দিন নদীকে আগুন নেভাতে দেখিনি
দেখিনি অগ্নুৎপাতকে নদীর কাছে আসতে
তবুও নদীর গায়ে অসংখ্য হিরের কুচি
যেমন করে একবুক দাহ নিয়ে পোড়া কাঠ হতে হতে
আমরা ফুল ফোটাই,গান গাই পরস্পরকে ভালোবাসি
লেখক পরিচিতি:
মূলত গৃহবধূ। ভালবাসা লেখালেখি। কবিতা, গল্প, প্রবন্ধ এই ধারাতে বিচরণ। কয়েকটি বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকাতে লেখা প্রকাশিত। একটি লিটিল ম্যাগের সম্পাদক। বেশ কিছু ই ম্যাগেও লেখা প্রকাশিত হয়। প্রধানত বাংলা ভাষায় লিখি।