বাংলা ভাষা - সৌভিক রাজ
কবিতার শিরোনাম – বাংলা ভাষা
কলমে- সৌভিক রাজ
বাংলা মোদের প্রানের ভাষা বাংলা আমার মা,
বাংলাতেই আমি প্রকাশ করি মনের যন্ত্রণা।
অ-আ থেকে ক- খ দিয়ে সাজায় বর্ণমালার আসর,
ভাষার মালা বন্ধনে গড়ি ঐক্য ফুলের বাসর।
বাংলা ভাষা মধুর অতি ছন্দ সুরে ঘিরে,
ঋদ্ধ করল বাংলা ভাষা এই ধরণীর তীরে।
বাংলা ভাষায় কথা বলি মোরা গাই যে প্রেমের গান,
বাংলা আমার অহংকার আর বাংলা যে অভিমান।
বাংলা ভাষায় রবীন্দ্রনাথ আর গীতাঞ্জলীর সুর,
বাংলার পথে জীবনানন্দ হেঁটে গেছে বহুদুর।
বাংলা ভাষায় নজরুল গায় সাম্যবাদের গান,
বাংলা আমার একই বৃন্তে থাকা হিন্দু মুসলমান।
বাংলা ভাষায় পদাবলীর সুর প্রেমের প্রথম সোপান,
বাংলা ভাষা বাউলের হাতে একতারার সুর গান।
বাংলা যে আমার মায়ের মুখে স্নেহ ভরা হাসি,
আমি বাংলায় মা মা বলি আর বাংলাকে ভালোবাসি।
আজকে তবে কেন সকলে বাংলা ভাষা ভুলে,
অন্য ভাষার জপমালা নিয়ে পড়ছে তারা গলে ?
নব্য সমাজ বাংলা ভুলেছে ইংরেজির আহ্বানে,
তাই তো মনে ব্যথা জাগে এই বাংলার অপমানে।
এসো তবে শপথ করি মোরা বাংলায় শব্দ করব গঠন,
বাংলা হবে কাজের ভাষা বাংলায় চলবে পঠন পাঠন।
বাংলা হবে সবার সেরা ঘুচবে মনের ব্যথা,
সবাই মিলে এক ভাষাতেই বলবো মোরা কথা।
গর্বে তখন উচ্চ শিরে উঠবে ফুলে বুক,
উথলে উঠবে হৃদয় জুড়ে বাংলা ভাষার সুখ।
সকল ভাষার মধ্যে বাংলা সবার থেকে সেরা,
বাংলা শুধু ভালোবাসা আর আবেগ দিয়ে ঘেরা।
বাংলা ভাষাকে শ্রদ্ধা করব ভাষাকে দেব যে সম্মান,
বাংলা আমার শান্তির নীড় বাংলা আমার প্রান।
বাংলায় আমার তৃষিত বক্ষে প্রেমকে করেছে দান,
এসো হে সকলে এক ধরাতলে গাই বাংলার গান.
সমাপ্ত

About Souvik Raj:-
লেখক পরিচিতি – সৌভিক রাজ বর্তমানে সহকারী অধ্যাপক পদে কর্মরত, তিনি গবেষণার সাথে যুক্ত তাঁর
গবেষণার বিষয় রবীন্দ্রসাহিত্য। বিভিন্ন পত্র পত্রিকার সাথে যুক্ত, লোকসাহিত্য বিষয়ে একটি বই
প্রকাশ করেছেন, বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে, একাধিক কবিতার বই
লিখেছেন।বিভিন্ন জার্নালে লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্যের রস আস্বাদন করাই হল লেখকের মূল
উদ্দেশ্য। মানিক বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তার লেখা দুটি বই প্রকাশিত হতে চলেছে।
তার লেখা কিছুই বইয়ের নাম যৌথ সংকলনে-
১- লোকসাহিত্যের স্বরূপ
২- শব্দের কথোপকথন
৩-কবিতার ডালি
৪-কোরাস কবিতা
৫-কোরাস গল্প
৬- আগমনীর আগমনে
৭-কাব্য কনিকা ( প্রথম খণ্ড)
৮- কাব্য কনিকা ( দ্বিতীয় খণ্ড)
৯- সেদিন দুজনে
১০- কথাকলি
সৌভিক রাজ ( সহকারী অধ্যাপক ও গবেষক)
জে সি বোস ইন্সটিটিউট অফ এডুকেশন রিসার্চ
বর্ধমান বিশ্ববিদ্যালয়