তেতো জীভের বিষ - শ্রী কৌশিক মাহাত
হতাশার বিষ গুলো শালা
বড় পিছু লাগে।
কৃষ্ণা-কাবেরী-গোদাবরী মন্থর,
লিপিকা,টুয়া,শ্রেয়সী চলে আগে।।
মাঝে মাঝে ভাবী সভ্যতার জীভটা ছিঁড়ে ফেলি?
আর বাজ পড়া রাতের জীবন্ত পোকা হয়ে, বনে যায় শেলী।।
মন যায় ঘুন ধরা গোলাকার জীবটার হৃদপিণ্ড জব্দ করি।
পিল পিলে বিষাক্ত পোকাগুলোরে
না-ষকে নাশ করি।।
আমার শুকিয়ে যাওয়া চোখ,
আমার হারিয়ে যাওয়া শোক,
কে যেন মুফতে বয়ে নিয়ে যায়?
কোনো প্রাসাদ নগরীর শুন্যতে।
খাঁজ কাটা -ঝরা পাতার ভাগ্যতে।।
দাড়হীন- কান্ডারীবিহীন এক ছিদ্র
নৌকো জলভাগ্য বয়ে নিয়ে চলে।
শুকনো মরুভূমির তৃষ্ণার্ত নদীর কাঠ হয়ে থাকা জীভের বলে।।
Tags: The Indian Rover