
রক্তদান- সুমন দণ্ডপাট (পাপাই দণ্ডপাট)
রক্তদান জীবন দান
এই মন্ত্রকে করি মোরা আহ্বান,
হানাহানি ভুলে সৌভ্রাতৃত্বের বন্ধনে
এক ফোঁটা রক্ত দানে ,
দিয়ে যাই নবপ্রান ।
জাতি কিংবা ধর্ম
বর্ণ কিংবা লিঙ্গতা নয় ,
রক্তদানি হোক
জীবনের মহৎ দান ।
এসো ভাই—এসো
মোরা এক সাথে গাহি গান,
সমবেত হোক আছে যত সুর
রক্তদানের সুমহান সুখ ।
রক্তের বিনিময়ে রক্ত নয়
রক্তদান হোক মহানদান ,
বাঁচুক একটা মুমূর্ষু প্রান ।
এসো ভাই – এসো
হাতে হাত রেখে ভিস্মের মতো ,–
মোরা করে যাই শপথ
আছে যতদিন প্রান ,
হিংসা – বিদ্বেষ ভুলে —
ভালোবাসার বন্ধনে করে যাই রক্তদান ।।
কবি পরিচিতি: –
কবি সৌমেন দণ্ডপাট, জন্ম ১৯৮৯ সালের ১১ই জানুয়ারী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার
অন্তর্গত মনোহরপুর গ্রামের হতদরিদ্র কৃষক পরিবারে। পিতা মৃগেনন্দ্রনাথ দন্ডপাট, মাতা সবিতা দন্ডপাট।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে রেগুলারে এম.এ , কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ,
চৌধুরী চরন সিং বিশ্ববিদ্যালয় (মীরাট) থেকে এম.এড করার পর বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত ।
ইতিমধ্যেই ঝরাপাতা সাহিত্য পত্রিকা, নতুন কুঁড়ি সাহিত্য পত্রিকা, কবি কথায়, প্রিয় কবি,গপ্পোবাগিস সহ
একাধিক পত্রিকা ও যৌথ সংকলনে লেখা প্রকাশিত । সাহিত্য চর্চার পাশাপাশি কবিতা পাঠেও বিশেষ ভাবে
সমাদৃত ।