
বোধন - অনুপ কুমার মাঝি
আজ বোধন মা আসবেন বোসেদের বাড়িতে
খুঁটি পূজা প্যান্ডেল কতো আয়োজন স্বপ্ন দেখি
মা দুর্গার সাজের মতো একদিন তোমাকেও
পরম যত্নে একটু একটু করে সাজিয়ে তুলব।
অনেক বাজার অনেক দোকান ঘুরে অবশেষে
দরদাম না করে তোমার জন্য একটা শাড়ি নেব।
নীল অপরাজিতা ফুলের পাপড়ির
রঙ লেগে থাকবে শাড়ির গা জুড়ে
নীল সায়রে ভেসে থাকা পদ্মকলি
শাড়ির মাঝে মাঝে ফুটে উঠবে।
কাশফুলের কোমলতা শরীর ছোঁবে।
হলুদ কল্কে ফুলের নকশা থাকবে পাড়ে
গাড় নীল জমিনের সাথে আঁচল হবে
বিস্তীর্ণ ধানক্ষেতের ওপর অবুঝ বাতাসের
আনাগোনার মতো ঢেও খেলানো সবুজ।
সোনাঝুরি দুল অথবা শিউলি টাফ কানে থাক
হীরে না হোক নরম ঘাসের ওপর হীরক দীপ্তি
নিয়ে শিশির বিন্দু তোমার নাকে শোভা পাক।
শেষ বিকেলের রাঙা হাসি ঠোঁটে লেগে থাক।
গরীবের সংসারে স্বপ্ন দেখাটাও বিলাসিতা
অভাব তো নিত্যসঙ্গী তবু বেঁচে থাক স্বপ্নটা
আজ বোধন মা আসছেন প্রত্যেকের ঘরে
তোমাকেও দেখতে চাই শারদীয়ার রূপে।