পুজোর শাড়ি কেনা!- রাজা দেবরায়
স্ত্রীঃ চলো এই দোকানটায় দেখি।
স্বামীঃ চলো।
স্ত্রীঃ এই শাড়িটার দাম কতো দাদা?
দোকানদারঃ দিদি আপনার জন্য শুধুমাত্র ৫০০০ টাকা, শুধুমাত্র আপনার জন্য!
স্ত্রীঃ দেখলে কত্ত সস্তায় দিচ্ছে আমাকে। এটাই কিনবো গো।
স্বামীঃ ঠিক আছে আপাতত এটা এখানে থাকুক। আরো কয়েকটা দোকান দেখে না হয় এটা নিয়ে যাবো, কী বলো?
স্ত্রীঃ ঠিক বলেছো গো। আরো কয়েকটা দোকান দেখে পছন্দ না হলে এটাই নিয়ে যাবো। দাদা এটা রেখে দিন, আমরা একটু ঘুরে এসে এটা নিয়ে যাবো, কেমন? চলো।
দোকান থেকে বেরিয়ে, স্বামীঃ আমি মনে হয় ভুলে দোকানে মোবাইলটা ফেলে এসেছি। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুণি নিয়ে আসছি।
স্ত্রীঃ সবসময়ই একটা কিছু হারানো চাই তোমার! যাও, তাড়াতাড়ি নিয়ে এসো।
স্বামী দোকানদারকেঃ দাদা এই নিন ৫০০ টাকা! আমরা ফিরে এলে বলবেন শাড়িটা আরেকজন ৭০০০ টাকা দিয়ে নিয়ে গেছেন!!
লেখক পরিচিতি: –
রাজা দেবরায় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় জন্মেছেন। তিনি একজন আন্তর্জাতিক সাহিত্যিক। সাহিত্য চর্চার জন্য তিনি বহু সম্মাননাপত্র ও পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশের বিভিন্ন সাহিত্য পত্রিকা ও সংবাদপত্রের পাশাপাশি ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বহু দেশে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিত ভাবনাচর্চা ও লেখালেখি করেন।