
চরণধ্বনি- বিধান সাহা
চরণধ্বনি
দেখব তোমায় দু’চোখ ভরে
মাটির আঙিনাতে;
আসবে মাগো এই শরতে
পুত্র কন্যা সাথে।
তোমায় দেখেই জ্বলবে আলো
বাদ্যি উঠবে বেজে;
তোমায় মাগো করতে বরণ
উঠছে ভুবন সেজে।
নীল আকাশে ভাসতে দেখি
সাদা মেঘের ভেলা;
জগৎ জুড়ে উঠবে মেতে
আবার মিলন মেলা।
মহোৎসবের নেই তো দেরি
আসছে উমা ঘরে;
আয়োজনের নতুন খুশি
ঝরছে নতুন করে।
আর কোরো না দেরি মাগো
প্রহর শুধু গুনছি;
মনে মনে কেবল তোমার
চরণধ্বনি শুনছি ।
– বিধান সাহা