
স্বীকারোক্তি- অর্পিতা চ্যাট্টার্জী
প্রিয় হেডফোন,
এ জীবনে তোমার থেকে বড় বন্ধু আর পাব কিনা জানিনা!
বুঝলে, অনেকেই তোমার পরে থাকলে আমায় অসামাজিক বলে, কিন্তু আমি জানি যে কত বিরক্তিকর লোকজনের থেকে রেহাই পাওয়া যায় পথে- ঘাটে!
অনেক সময় তো গান চালানোও থাকে না!
শুধু ,আত্মবিশ্বাসের সাথে,
প্রতিবেশীর(অবাঞ্ছিত) ডাক শুনেও, এড়িয়ে যাই।
তবে, একটা অভিযোগ আছে তোমার প্রতি !
জটটা একটু কম পাকাও।
জীবনটা এমনিতেই দিন দিন জটিল হয়ে যাচ্ছে।
তুমিও এমন করলে, কি হয় জানো ?
অনেক সময় জট খুলতে খুলতেই নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাই।
ইতি
পরম কৃতজ্ঞ বন্ধু
লেখায়- অর্পিতা চ্যাট্টার্জী