মৃত্যুকে আলিঙ্গন করেছি মৃত্যুর সীমানায় প্রবেশ করে।
সামান্য বিষে খুঁজেছি মুক্তির ঠিকানা।
যখন জীবন বিষিয়ে বিষিয়ে, কালকুট গরলে পরিণত।
তখন বিষে বিষে বিষক্ষয় হবেই তো।
মৃত্যুর মুখে গিয়ে যেন আবার কোন দৈবে প্রত্যাবর্তন।
মৃত্যু এসে ফিরে গেছে জীবনের পথে।
তবু অনুভব করেছি বুকের মধ্যে হাতুড়ির কঠিন নিপিষ্টন।
পায়ে শক্ত চাবুকের নির্মম কশাঘাত।
শিরা – উপশিরা শুকিয়ে গিয়েছে জলশূন্য শুস্ক নদীর মতো।
দুচোখে নেমেছে মর্ত্যের ঘোরান্ধকার।
হৃৎপিণ্ডের গতি শ্লথ হতে হতে, স্নায়ুর বাঁধন আলগা হয়।
মাথায় শতশত ভ্রমরের হুলের যন্ত্রণা।
তারপর যেন সমস্ত আলো নিভে গেছে, অন্ধকার ঘিরে ধরেছে।
মৃত্যু এসে ফিরে গেছে জীবনের পথে।
যখন জীবন বিষিয়ে বিষিয়ে, কালকুট গরলে পরিণত।
তখন বিষে বিষে বিষক্ষয় হবেই তো।