শরীরের যে কটা ভাঁজ এখনো অস্পষ্ট
সেখানেও যেন ক্লান্তি থাবা মেরে বসেছে।
চারিদিকের এই এত অবসর
বয়ে আনছে বিষাদ, প্রতিনিয়ত।
জ্বরাগ্রস্ত মুখ যখন চাহিদার বসে শেষ চেষ্টা
করছে লজ্জিত ,কম্পিত কন্ঠে।
তখনি চারিধার ভরে উঠছে
রাজনীতি,
ধর্ম,
দলীয় স্বেচ্ছাচারিতায়, অনবরত।
কিন্তু ঠিক এরই কোনো বিপরীত রূপের আশায়,
তোমরা এতদিন ছুটে চলেছিলে।
দিকবিদিক ভুলে অন্ধের মতো,
কেবল সুখ হাতড়ে বেড়িয়ে ছিলে।
সেই অক্লান্ত ছুটে তোমার সঙ্গী ছিল
লোভ,
হিংসা,
বর্বরতা ! বলতে পারো, কি পেলে?
সভ্যতার সবচেয়ে অসভ্য রূপ যে কি ভয়ঙ্কর!
তার প্রমান দিচ্ছে তোমার ভয়ার্ত সান্ত্বনা ।
তোমার প্রতিটি দাম্ভিক স্বাচ্ছন্দ্য ,
আজ পরাজিত!
©ব্রততী