পথ বদলে গেলেও - মনিরুজ্জামান প্রমউখ

হরিৎ শান্ত পবিত্র প্রান্তরে’র
এক স্বর্গীয় নাম- পুজো ।
যেখানে- বন্দনা, সেখানে-
আর- কিছু রন্ধনা হয়-না, জুজো ।
পরাণে’র স্ব-রাজ হতে,
উৎপন্ন ভক্তি’র নাম- পুজো ।
হৃদয়ে হৃদয়ে তার বাহিত বাগে-
হয়-তো এক নয়- লেন ।
কিন্ত- সব-মন’ই পুজোয়-
নক্ষত্র, ভূমি করে- এক-ধ্যান ।
তার কাছে দূর্গা, স্বরস্বতি, লক্ষ্মি
এক সুতো’র টান ।
গণেশ, অর্জুন, রাম, লক্ষনে
কে আহা-মর করে- ব্যবধান ?
পুজো ভক্তি-বৃত্ত আপামর
সকল মন, মেধা, মনন, জড়ান ।
এ-কালে’র পুজো সাধন-ব্রতে
সৌম্য-বন্ধনে আগে’র মতোন ।
কাল কালান্তর শুধু- রক্ষিত করে,
যে-কালে’র যেমন ছিলো- যোজন ।
পথ বদলে গেলেও দূরত্বে’র থাকে,
তবু- নির্ণীত অমোঘ আসন ।।
লেখক বর্ণনাকারী:
মনিরুজ্জামান প্রমউখ ।
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর ।
উদ্যোক্তা- প্রমউখ’ ব্যবসা ঘর ।