রাধার বাসন্তী ওড়নাতেও - রুবি রায়
চোখের দাওয়া থেকে জল চুঁইয়ে থমকায়
আমাদের শিউলিগাছটা এইভাবে জল জমে মরে গিয়েছিল
ঘুম থেকে উঠে দু-চোখে অ্যাসিডের ছিটা দিই যেন স্বপ্ন দেখতে না পারি
ফেনিল গ্যাজায় রাধা-কৃষ্ণ মেতে ওঠে
প্রেমের নতুন ভার্সন দেয় বাঁশি বাজিয়ে
নয়তো সঙ্গমে
রাধার বাসন্তী ওড়নাতেও গিট বাঁধা ছিল
মীরজাফর স্বপ্ন…
আপডেট করি শ্বাসকে
পুজ মাখানো গন্ধ মুকুট হয়ে আছে ঐ কুকুরটাতে–
যে দেখছে খাদ্যমন্ত্রী বদলানো
দাদা, কত পা গেলে ওর কোল ?
আমি বসতে চাই সেখানে
ওর শীর্ণ দাঁতে ডোনেট করেছি নিজের মাংস
পরশু যদি খুব গন্ধ বেরোয়
একটু হাতুড়ি মার্কা ফিনাইল দিয়ে দেবেন
আমার একান্ত অনুরোধ ।
রুবি রায় ।