প্রিয় ঋতু - সর্বানী বন্দোপাধ্যায়
শরতের এক ঝাঁক রোদ্দুর বোধহয়
চুক্তি ভুলে ঝাঁপিয়ে পড়েছিল আমার মুখের ওপর;
আমি মুখ ফিরিয়ে নিলাম,
দু’চোখ নিলাম নামিয়ে।
তবুও ওরা দাঁড়িয়ে রইলো আশ্বিনের চৌকাঠে,
অপেক্ষায়…
ওরা জানে শরৎ আমার প্রিয় ঋতু।
সুদূর আকাশ পারের নীল রঙা মরীচিকা
আর সফেন মেঘের গভীরতা দেখে,
প্রতিবার ভুলে যাই কালচে রঙা বিষণ্ণ সন্ধ্যার ইতিবৃত্ত।
ছাতিম বিছানো পথ আমায় বিভ্রান্ত করে,
শ্বেতপদ্মের কোমল পেলবতা করে উদভ্রান্ত;
অপেক্ষারত দীর্ঘ মরুভূমিকে আড়ালে রেখে
কাঁচরঙা আলো ঠায় দাঁড়িয়ে থাকে দরজায়-
ওরা জানে শরৎ এখনো আমার প্রিয় ঋতু।
লেখক পরিচিতিঃ
পেশায় শিক্ষিকা। ছোটবেলা থেকেই প্রিয় অভ্যাস গল্পের বই পড়া। নিজে লেখা লিখি শুরু করেছি বছর তিনেক। বিভিন্ন ই ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে। ছাপার অক্ষরেও জায়গা করে নিয়েছে কিছু কবিতা। শব্দলেখা, সাগরের ঢেউ, খেয়ালি খাম, চতুর্ভুজ, কালবৈশাখী, অচিনপাখি, স্টোরিমিরর ইত্যাদি ই পত্রিকা এবং শব্দযাপন, দ্বিমাসিক কচিপাতা, সাতকাহন, পাঞ্জেরী ইত্যাদি পত্রিকাতে লেখার সুযোগ পেয়েছি। সাহিত্যকে ভালোবেসেই লেখার শুরু। লেখার মধ্যে দিয়ে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত। এভাবেই এগিয়ে যেতে চাই।