আর কিছুক্ষণ থেমে যাও
দু-একটা কথায় মন ভরে না
ছেড়ে দেবো মৃদঙ্গের গম্ভীর স্বরে
সময় হলেই চলে যেয়ো ।
তবু আর একটু কথা বলো
সুখের দুখের জীবনে
একটি পাতা হয়ে,
কলম চালানোর জন্য
না হয় সাদা কালী!
সবাই চলে যাচ্ছে
তুমিও চলে যেয়ো
যেখানে পৃথিবীর কোলাহল থেকে
ধূমকেতু দেখা যায়,
সেখানেও কম কি ?
প্রাণের গোলা-বারুদে
বিস্ফোরিত বিশ্ব
জিহ্বায় কথা বলে তাদের চোখ।
এখান থেকে অনেক দূরে চলে যেয়ো
যেতে না চাইলেও চলে যেয়ো
আর কিছুক্ষণ থেমে যাও
তবু আর একটু কথা বলো।