আমার বাড়ির চিত্র - অদিতি বেরা

নেমপ্লেটে বড়ো বড়ো অক্ষরে লেখা ‘বিশুদ্ধ ক্ষোভ’
এখানের কলিং বেল জন্মগতই বোবা,
প্রাচীন বিরহ চৌকাঠ আগলে বসে আছে,
উঠোন চত্তরে গড়াগড়ি খাচ্ছে কয়েক’শো অনুশোচনা।
সিঁড়ির ধাপে ধাপে স্পষ্ট লেখা-
আমার আত্মহত্যার সমস্ত কারণসমূহ!
সারা বাড়ি জুড়ে বিদঘুটে আঁধার ছড়ি ঘোরাচ্ছে।
এই বাড়িতে খুব সহজেই যা সকলের নজর কাড়ে
তা হলো – ‘দেওয়ালের রঙ’।
যা মানুষের শিরায় শিরায় প্রবাহিত হয়।
লেখক পরিচিতি:
নমস্কার আমি অদিতি বেরা। পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম ‘ কুলদহ’ তে আমার বসবাস। আমি ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি ২০১৮ সালে। পারিবারিক আর্থিক স্বচ্ছলতা না থাকায় আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। বর্তমানে লেখালেখি, কবিতা, আবৃত্তি এইসবের সাথেই সময় অতিবাহিত করছি।