June 2021: Art - Subhadeep Sarkar


অঙ্কনে : শুভদীপ সরকার
আমি শুভদীপ সরকার, ১৬ বছরের কিশোর। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিলাম । বাবা তারক সরকার এবং মা বিথীকা সরকার । আমার একটি ছোটো ভাই আছে, শুভজিৎ সরকার । হুগলির কোন্নগরে আমার বেড়ে ওঠা । আমি কোন্নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র । ছোট থেকেই সব পরীক্ষায় রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বলে স্কুলের সকলে আমায় খুবই ভালোবাসেন।
আমি নেশায় আদ্যোপান্ত একজন পাঠক । ছবি আঁকা আর লেখালেখি আমার অন্যতম প্রধান সখ । ইতিমধ্যে একটি সুপরিচিত পত্রিকায় আমার একটি ছোটগল্প প্রকাশিত হয়েছে এবং আরও বিভিন্ন পত্র পত্রিকায় আমার আঁকা ও লেখা-র পান্ডুলিপি জমা দিয়েছি ।
ভালোবাসি বই পড়তে, ঘুরতে আর অজানা জগতটাকে জানতে ।
____________