fbpx

খোকার আশা

খোকার আশা - অনন্যা দাস

খোকা যখন প্রশ্ন করে, মায়ের কোলে শুয়ে,
এসেছে পুজো মাগো এবার ,দেবে না জামা নিয়ে।
ও বার আমার হয়নি জামা ,
এবার কি কিনে দিবি মামা?  
মামা ভারি কিপটে বটে 
আছে অনেক টাকা ঘটে?
বাবাও তো নেই এবার ঘরে
আসবে কোন বছর পরে।
মায়ের মুখে নেইকো সারা
 মায়ের চোখের জলে ভরা,
আঁচল দিয়ে দলটি মুছে
খোকারে ধরেন বুকের কাছে।
করুন সুরে বলল মা
“এবারো বুজি হবে না জামা”??
খোকার চোখে জলের জোয়ার
কেঁদে ওঠে খোকা এবার।
খোকার মুখে নেইকো কথা
মা যে  বোঝে খোকার ব্যথা।
খোকার চোখে অশ্রু ঝরে
নতুন বস্ত্র  সবার ঘরে ঘরে।
জলটি মুছে বলল খোকা
 দুগ্গা ঠাকুর ভীষণ বোকা !
এবছর আমার হবেন জামা?
 মন্ডবে ওই আমি যাব না।
 
 আবার খোকার অশ্রু ঝরে 
বাবা এসেছে ওই যে দোরে।
হাতে যে তার পুটলি আছে
 এগিয়ে আসেন খোকার কাছে।
পুটলি থেকে বেরোয় জামা 
খবর দিয়েছে আসছে মামা ।
খোকার  মনে খুশির জোয়ার
দুহাত তুলে নাচে এবার।
 মায়ের জন্য এনেছে শাড়ি 
এবার পুজোয় মজা ভারি ।
খোকার দুটো জামা
 পুজো দেখা রমরমা।।