উষ্ণতার খোঁজে - রবীন বসু
কোথাও বৃষ্টি পড়েছে, কোথাও মৌরলা মাছ
উঠে আসছে স্রোতের বিপরীতে; একটা
জলঢোঁড়া সাপ চুপচাপ বৃষ্টি উপভোগ করছে।
কোথাও বিষাদ ঝরে টুপটাপ
মনখারাপ নিম্নচাপ হয়ে
হয়তো বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে!
পুঞ্জীকৃত সব ক্ষোভ অভিমান আর রাগ
বেলাগাম হয়ে তীব্র আছড়ে পড়বে
সহ্যশক্তির সীমান্তে। আর ঠিক সেই দিনে
বৃষ্টিভেজা হয়ে আমি যদি তোমার দুয়ারে যাই
তোমার চোখে কি ভর্ৎসনা ফুটবে? ঘৃণা?
আমাকে ভেতরে না ডেকে, ওই অবিরল
বৃষ্টিধারার মধ্যেই দাঁড় করিয়ে রাখবে?
আমার পুরানো দোষ, প্রতারণা, রঙ বদলানো
গিরগিটি হয়ে তোমার পায়ের কাছে পড়ে থাকবে
হয়তো বা সহানুভূতির আশায়।
কোথাও বৃষ্টি পড়ছে, কোথাও কুয়াশার মধ্যে হাঁটছে
নিঃসঙ্গ মানুষ শীতরাতের উষ্ণতার খোঁজে।
Bio :
রবীন বসু । জন্ম ১৯৫৮ দঃ ২৪ পরগনা । পিতা প্রমথনাথ বসু, মা রাধারানি বসু । শিক্ষা অনার্স সহ স্নাতক। ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি। পেশা : প্রকাশনা সংস্থায় কর্মরত ছিলেন। কলেজে পড়ার সময় অশোক সেন সম্পাদিত “বারোমাস” পত্রিকায় প্রথম কবিতা ও “নবকল্লোল” পত্রিকায় গল্প প্রকাশ পায় (১৯৭৮) l বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব পত্র-পত্রিকা ও দৈনিকে লেখকের লেখা প্রকাশিত হয়েছে বা হচ্ছে l কাব্যগ্রন্থ ৭, গল্পগ্রন্থ ৩, উপন্যাস ১, পঞ্চাশের উপর সংকলন গ্রন্থে কবিতা, গল্প ও প্রবন্ধ সংকলিত হয়েছে l সম্পাদিত গ্রন্থ ৪ । কবিতার জন্য ৭টি ও গল্পের জন্য “মহাশ্বেতা দেবী স্মৃতি-পুরস্কার ২০১৮”, “দক্ষিণ ২৪পরগনা সেরা গল্পকার ১৯৮৪” সহ ৫টি পুরস্কার পেয়েছেন। পেয়েছেন দুটি জীবনকৃতি সম্মাননা সারা জীবনের সাহিত্য চর্চার জন্য (২০১৯, ২০২১) ।