
প্রেম যেন কচ্ছপের ডিম ইমতিয়াজ জাবের লাকপতি
থাকলে মেঘের গর্জন
গগনে
নামলে বরষা
জমিনে,
কচ্ছপের ডিম হতে ফোটে বাচ্চা
তখনে।
প্রেম থাকলেও তোমার
চৌদ্দবুড়িপ্রেম
যেন কচ্ছপের ডিম, না থাকিলে
টাকা-কড়ি।
প্রেম চায় না তোমায়, প্রেম চায়
প্রতিষ্ঠা,
তবে প্রেম করে কর কেন ক্ষতি ঘটকের
রিজিকটা।
ভেবে দেখো কোনো
একদিন
প্রেম যে কচ্ছপের
ডিম।
চেষ্টা করো পেতে জীবনের
প্রতিষ্ঠা,
নামবে তোমার জীবনে কত
বরষা।
তোমার প্রতিষ্ঠার গর্জনে আসবে
কতজনদিবে
তোমায় পেতে কচ্ছপের
কামড়।
ইমতিয়াজ জাবের লাকপতি
সহকারী শিক্ষক
বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
জন্ম- ২০ জানুয়ারি ১৯৭৭