আমার দুর্গা - সৌভিক রাজ

তোমার দুর্গা আসবে বলে সাজ সাজ রব
আমার দুর্গা নিঃস্ব হয়ে হারিয়েছে আজ সব।
তোমার দুর্গা আসবে বলে সাজছে শহর প্যান্ডেলে
আমার দুর্গা ছিন্ন বসনে সেজেছে নতুন স্যান্ডেলে।
তোমার দুর্গা আসবে বলে ঝলমলে আজ শহর
আমার দুর্গা পথের ধারে একাকী কাটায় প্রহর।
তোমার দুর্গা রঙিন সাজে ঝলমলে তার বাহার
আমার দুর্গা ব্যস্ত অতি জোটাতে পেটের খাবার।
তোমার দুর্গা মণ্ডপে সাজে পড়ে কোটি টাকার গয়না
আমার দুর্গা চোখের জলে একটিও জামা হয়না।
তোমার দুর্গার সুনাম ভারী ভীষণ এডুকেটেড
আমার দুর্গা ধর্ষিতা তাই বাড়ি তার সেপারেট।
তোমার দুর্গা অহংকারে মাতে চাপে সে স্বর্ণরথে
আমার দুর্গা রঙ মেখে তখন দাঁড়িয়ে থাকে পথে।
তোমার দুর্গা আভিজাত্যের সকলের কাছে দামী
আমার দুর্গা ক্লান্ত শরীরে পায়ে হেঁটে দেয় পাড়ি।
তোমার দুর্গা আধুনিক অতি করে সে রুপের বড়াই
আমার দুর্গা ঘর্ম শরীরে করছে শুধু লড়াই।
তোমার দুর্গার নানা প্ল্যান কি করে কাটাবে পূজো
আমার দুর্গা পুজোর দিনেও ইটের ভারে কুঁজো।
তোমার দুর্গার অর্থ প্রচুর বাড়ি যে তার মস্ত
আমার দুর্গা প্রান বাঁচাতে ভিক্ষা করতে ব্যস্ত।
তোমার দুর্গা আনন্দে মাতে হাত ছানি দেয় সুখ
আমার দুর্গার শূন্য দৃষ্টি অ্যাসিডে ঝলসেছে তার মুখ।
তোমার দুর্গার সুনাম ভারি সকলে আছে তার সাথে
আমার দুর্গা আব্রু বাঁচাতে লড়ছে অস্ত্র হাতে।

লেখক পরিচিতি-
সৌভিক রাজ বর্তমানে সহকারী অধ্যাপক পদে কর্মরত, তিনি গবেষণার সাথে যুক্ত তাঁর গবেষণার বিষয় রবীন্দ্রসাহিত্য। বিভিন্ন পত্র পত্রিকার সাথে যুক্ত, লোকসাহিত্য বিষয়ে একটি বই প্রকাশ করেছেন, বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে, একাধিক কবিতার বই লিখেছেন।বিভিন্ন জার্নালে লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্যের রস আস্বাদন করাই হল লেখকের মূল উদ্দেশ্য। মানিক বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তার লেখা দুটি বই প্রকাশিত হতে চলেছে।
তার লেখা কিছুই বইয়ের নাম যৌথ সংকলনে-
১- লোকসাহিত্যের স্বরূপ
২- শব্দের কথোপকথন
৩-কবিতার ডালি
৪-কোরাস কবিতা
৫-কোরাস গল্প
৬- আগমনীর আগমনে
৭-কাব্য কনিকা ( প্রথম খণ্ড)
৮- কাব্য কনিকা ( দ্বিতীয় খণ্ড)
৯- সেদিন দুজনে
১০- কথাকলি