আমার প্রাণের ভাষা - সৌভিক রাজ
কবিতার শিরোনাম- আমার প্রানের ভাষা
কলমে- সৌভিক রাজ
আমি সেই বাংলা ভাষা-
বেঁচে আছি আজও বিবেকানন্দের শিক্ষায়,
আমার চেতনা জাগ্রত হয় মহামন্ত্রের দীক্ষায়।
আমি হেঁটে গেছি সহস্র পথ হাজার ছায়ার মাঝে,
সালাম, রফিক অমর হয়ে আছে বাঙালীর মন মাঝে।
আমার বাংলা শিশুর মুখে প্রথম মা এর বুলি,
আমার বাংলা একুশের ভোরে রক্তমাখা ধূলি।
আমার ভাষা মধুর অতি প্রেমকে করেছে দান,
আমার ভাষা বাংলা গানে জাগায় নব প্রান।
আমার ভাষা বাঙালীর প্রানে ছিন্নবীণায় তোলে সুর,
আমার ভাষা ক্লান্ত পথে হেঁটে চলে বহুদূর।
আমার ভাষা চণ্ডীদাসের সুরে গেয়ে ওঠে প্রেমগান,
আমার ভাষা একই বৃন্তে থাকা দুই কুসুমের প্রান।
আমার ভাষা নীল অঞ্জনে বর্ষিত মেঘ রাশি,
আমার ভাষা ভাটিয়ালী সুরে মাঝির মুখের হাসি।
আমার ভাষা বাউলের হাতে দোতারায় আনে সুখ,
আমার ভাষা মেঠো পথ ধরে আশায় বাঁধে বুক।
আমার ভাষা আশাবরী সুরে মায়ের চোখের জল,
আমার ভাষা রক্তে রাঙানো তবু বাড়ায় বুকের বল।
আমার ভাষা মাতৃদুগ্ধ মায়ের স্নেহের কোল,
আমার ভাষা অহংকার মোদের বাংলা মায়ের বোল।
আমার ভাষা বীর শহীদের রক্তে রাঙানো দিন,
আমার ভাষা শোধ করেছে জমানো যত ঋণ।
আমার ভাষা বাংলা গানে রঙিন ফাগে মাতে,
আমার ভাষা বাহু ডোরে বাঁধে সূর্যোদয়ের প্রাতে।
আমার ভাষা আজানের সুরে কবরে পেতেছে কান,
আমার ভাষা ভজনের মন্ত্রে প্রেমকে করেছে দান।
বাংলা আমার মাতৃভাষা বাংলা যে আমার মা,
বাংলায় আমি প্রকাশ করি মনের হাজার যন্ত্রণা।
বাংলা আমার প্রানের ভাষা তুলনা যে তার নাই
এসো আর্য এসো অনার্য সকলে মিলে বাংলার গান গাই।
সমাপ্ত

About Souvik Raj:-
লেখক পরিচিতি – সৌভিক রাজ বর্তমানে সহকারী অধ্যাপক পদে কর্মরত, তিনি গবেষণার সাথে যুক্ত তাঁর
গবেষণার বিষয় রবীন্দ্রসাহিত্য। বিভিন্ন পত্র পত্রিকার সাথে যুক্ত, লোকসাহিত্য বিষয়ে একটি বই
প্রকাশ করেছেন, বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে, একাধিক কবিতার বই
লিখেছেন।বিভিন্ন জার্নালে লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্যের রস আস্বাদন করাই হল লেখকের মূল
উদ্দেশ্য। মানিক বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তার লেখা দুটি বই প্রকাশিত হতে চলেছে।
তার লেখা কিছুই বইয়ের নাম যৌথ সংকলনে-
১- লোকসাহিত্যের স্বরূপ
২- শব্দের কথোপকথন
৩-কবিতার ডালি
৪-কোরাস কবিতা
৫-কোরাস গল্প
৬- আগমনীর আগমনে
৭-কাব্য কনিকা ( প্রথম খণ্ড)
৮- কাব্য কনিকা ( দ্বিতীয় খণ্ড)
৯- সেদিন দুজনে
১০- কথাকলি
সৌভিক রাজ ( সহকারী অধ্যাপক ও গবেষক)
জে সি বোস ইন্সটিটিউট অফ এডুকেশন রিসার্চ
বর্ধমান বিশ্ববিদ্যালয়