<h1><a href="https://theindianrover.com/october-issue-2021/">The Indian Rover (Issue: October, 2021)</a></h1> <h2>নিজস্ব আধিপত্য - মহাজিস মণ্ডল</h2> <!-- wp:paragraph --> ওই যাবতীয় বিষাদ আত্মস্থ করে বুকের গহীনে জমিয়ে রাখছি দহন আজকাল আলোও ইশারায় বাঁকে অন্ধকার, শামুকের মতো হেঁটে যায় হৃদয় ভাঙা অশ্রুও অবিশ্রান্ত বৃষ্টির ভিড়ে নিজস্ব আধিপত্য হারায়... <!-- /wp:paragraph -->