fbpx

নিজস্ব আধিপত্য – মহাজিস মণ্ডল

নিজস্ব আধিপত্য - মহাজিস মণ্ডল

ওই যাবতীয় বিষাদ আত্মস্থ করে
বুকের গহীনে জমিয়ে রাখছি দহন
 
আজকাল আলোও ইশারায় বাঁকে
           অন্ধকার, শামুকের মতো হেঁটে যায়
 
হৃদয় ভাঙা অশ্রুও
অবিশ্রান্ত বৃষ্টির ভিড়ে নিজস্ব আধিপত্য হারায়…