এক একটা রাত নামে কালো চাদরের মত,
শীতল রাত,পৃথিবীর বুকে যেন শামিয়ানা টানা-
ঘুম নামে চোখে কোন হাতচিঠির বার্তা ছাড়াই।
কিছু রাতজাগা চোখ পায় পরীর দেশের হাতছানি,
টুপটাপ পাতা ঝরা আর তারাদের খসে পড়া-
রাত বেড়ে চলে,ঘুমের দেশে যাবার পথ খোঁজা বৃথাই।
কিছু রাতে কারা যেন জেগে আছে,
ল্যাম্পশেডের আলোয় উপযুক্ত শব্দ খুঁজে মরছে-
রাতের কবিতা লিখবে বলে,সাদা পাতা জুড়ে।
নির্ঘুম চোখের কোণেও নিকষ কালির পোঁচ,
তবে সেই কালিতে আক্ষেপ নেই মনে-
শুধু কবি যদি পারতেন লিখতে,একটা রাতের কবিতা,
রাতের কালো আঁধারের বুক চিরে।