রাতের কবিতা - ঈশিতা পাল
এক একটা রাত নামে কালো চাদরের মত,
শীতল রাত,পৃথিবীর বুকে যেন শামিয়ানা টানা-
ঘুম নামে চোখে কোন হাতচিঠির বার্তা ছাড়াই।
কিছু রাতজাগা চোখ পায় পরীর দেশের হাতছানি,
টুপটাপ পাতা ঝরা আর তারাদের খসে পড়া-
রাত বেড়ে চলে,ঘুমের দেশে যাবার পথ খোঁজা বৃথাই।
কিছু রাতে কারা যেন জেগে আছে,
ল্যাম্পশেডের আলোয় উপযুক্ত শব্দ খুঁজে মরছে-
রাতের কবিতা লিখবে বলে,সাদা পাতা জুড়ে।
নির্ঘুম চোখের কোণেও নিকষ কালির পোঁচ,
তবে সেই কালিতে আক্ষেপ নেই মনে-
শুধু কবি যদি পারতেন লিখতে,একটা রাতের কবিতা,
রাতের কালো আঁধারের বুক চিরে।
কবি পরিচিতি :-
আমি ঈশিতা পাল।কম্পিউটার সায়েন্স-এ স্নাতক বিদ্যা লাভ করেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে।বর্তমানে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর নিবাসী।স্বামী ও সন্তান নিয়ে থাকি।আমি নিপাট গৃহবধূ।বই পড়ার নেশা ছোটবেলা থেকেই।লিখছি গত ১২ বছর।’রঙমিলান্তি’,’এবং ঐক্য পত্রিকা’,’উত্তরণ’,’অদ্ভুতুড়ে’- এর মত কিছু ছোট পত্রিকায় প্রকাশ পেয়েছে আমার লেখা বেশ কিছু কবিতা।ছোট গল্পও লিখি।কিছু অনলাইন ম্যাগাজিনেও আমার লেখা কবিতা,গল্প প্রকাশিত হয়েছে।লেখা,বই পড়া,গান শোনা আমার প্রিয় অবসর যাপন।আমার সৃষ্টি সবার কাছে পৌঁছে যাচ্ছে,এ আমার বড় প্রাপ্তি।