পতিতা- সম্পদ দে
দেখোতো দাদা চিনতে পারো কি না!
আমি তোমার বুক জুড়ানো হিয়া।
আমি তোমার কান জুড়ানো ধন।
আমি তোমার….আমি তোমার….
ধুৎ, আর চলে না ,আর চলে না,কথার ওপর কথার বড় ঢ–ং।
তোমার মনে আছে…
সেই সেবারে ইস্কুলেতে ছুটতে গিয়ে
আমিমন্দ কথা কতই কানাকানি।
আদ-দামরি মেয়ে বলে লোকে,
লাজ-লজ্জ্বা কিচ্ছুটি নেই মোটে।
হাফ-প্যান্টে উর্দ্ধশ্বাসে ছোটে,
চ্যাঁংড়া ছোড়া দেখতে সেসব জোটে।
পুরস্কৃত হলাম বটে আমি…
খেলা-ধুলোয় ইতি দিলে টানি।
তখন আমি এইটে
পড়িকিচ্ছুটি এর বুঝতে নারি।
তোমরা আমায় ওষুধ দিলে
বেটেজ্ঞান-চক্ষু উঠল আমার ফুটে।
আর কি করি,সব জানা যে হল আমার
সংসারকে জানি!
মাধ্যমিকের বেলায় আমি হরকে গেলাম বাড়ি।
ভাত দুটো তবু দু’বেলাতে যত্নে খেতাম আমি।
সইল না আর!
রেগে আমায় নিয়ে গেলে,
খাওয়ার জন্য খোঁটা দিলে, কর্ম দিলে ভারি।
দোকানের পসরা হবে,সুন্দরী ও নারী!

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.