পুজোর গান - সৌরত্য ঘোষ
আমার পুজোর ভরসা তোমার উদার মহীন গান,
সান্ধ্য কবির অন্ধ রাতে একলা আহ্বান।
সময় ছিল, ছুটিও ছিল
ছিল সুযোগের অবাধ হাতছানি
ওসব ভুলে আমরা কুড়োই, হুজুগ পুজোর কাটমানি।
হাঁটবে তুমি, হাঁটবো আমি দিন পেরিয়ে রাতে
পথের ক্লান্তি পথেই থাকুক প্যান্ডেল ঘোরা হাতে।
কাটবে সময়, জুটবে ডানা, উড়তে চাওয়া বাকি
আমার তুলি, তোমার রঙে মায়ের ছবি আঁকি।
সময় ছিল, সুযোগ ছিল
ছিল রঙিন আলোক ঝর্ণা-
এতো লোকের ভিড়ের মাঝেও সবাই কিন্তু পর-না।
আপন লোকেই খুঁজবে মোদের সকাল থেকে সন্ধে,
বুঝিয়ে দেবো আমরা পাগল, মহীন মোদের রন্ধ্রে।
~ রিনোটো