fbpx

ফেরত – ডঃ অলকানন্দা গোস্বামী

ফেরত - ডঃ অলকানন্দা গোস্বামী

ফিরে আসতে চাইলেই ফেরা যায়না,

বারে বারে পিছে টানে অমোঘ অন্ধকার-

আলোয় অনভ্যস্ত চোখ জ্বলে যায় সূর্যের রশ্মিতে,

অন্ধকারের সোঁদা গন্ধ লেগে থাকে শরীরে,

আর বিকিয়ে যাওয়া পরিতৃপ্তির জেলিফিশের মত থলথলে নির্জাসে ভেজা মন শুকিয়ে আসে সৌর উত্তাপে।

সূর্য চাই বললেই তো ফিউশনের তেজে গায়ে ভিটামিন ডি সংশ্লেষ হয় না,

 কালি জমতে থাকে, মেলানিনের স্তুপ চামড়ায়-

এর চেয়ে অন্ধকারের আধো সোঁদা ফ্যাকাশে আনন্দ অনেক মুখরিত ছিল।

আঁধারে ঘুমোতে আমার বড় আনন্দ, ফুলেল মূর্চ্ছনা আমাকে ঝিম ধরানোর মৌতাত দেয়-

আমি ফিরছি, সূর্য নমস্কার ভুলে গেছি আমি, তার আলো দরকার নেই চেতনাতে—