বক্রদৃষ্টি তোমার নাকি
চেয়েছো মোর পানে।
শুকিয়েছে হৃদয় সমুদ্র
কেবল তোমার নামে।
কয়েছো কথা মধুরতর
দিয়েছো মনে আশা।
নিরাশার পাহাড় দিয়ে
গড়েছো ভালোবাসা।
রাতগুলোর বাসি ফুল
মনে কল্পনার মালা।
প্রেমে তোমার বিজয়া
অন্তহীন মর্ম জ্বালা।
হৃদয়ে স্মৃতির জঞ্জাল
সদা বিষাদগ্ৰস্ত মন।
তবু যে স্মৃতি আঁকড়ে
আমারো প্রত্যাবর্তন।