fbpx

ঈশ্বরগোলাপ – গাজী নিষাদ

ঈশ্বরগোলাপ - গাজী নিষাদ

ঈশ্বরী গোলাপ, হিঙ্গুলে রঁজিত স্বর্গের নীলকান্তমণি,

মহোত্তম গোলাপ, দাহ্য-সুন্দর তুমি, সপ্তমূর্ছিনীয়া, পরম সপ্তে সমাধিত!

প্রতি-ত্বারিত প্রতি হৃদয় প্রাণীয় বন্ধনে, ও আশ্চর্য, ও রুদ্রজ্যোতি,

নামহীন সাম্রাজ্যের তুমি উষ্ণ গোলাপ , নিগূঢ় অসীমে প্রস্ফুটিত।

ঈশ্বরী গোলাপ, মহা অস্তিত্বের পরম নৈপুণ্যের তুমি নবীণ ,

ধ্রুপদী গোলাপ, অযুগনেত্রের অনিন্দ্যের তুমি অন্তস্থল!

বিশ্বচেতনায় প্রোথিত স্মৃতিতে, ও সোনালী রহস্য , গোলাপ,

অনন্তের রক্তিম পথিকৃৎ, অবিশ্বাস্য সময়ের অতিথি!

ঈশ্বরী গোলাপ, অসীম ভৈরবে সন্ধিত, রক্তিম বিগ্রহের তুমি লালিমা,

তেজস্বী তুমি ভ্রাম্যমাণ আ’পনার রুহিতনী বিদারিত নিশিথে!

বহ্নিমান দারুণ বাসনায়, অভিপ্রেত সংকল্প তোমার,

তুমি অনশ্বরের স্বরূপে, অনিন্দ্য অগ্নিচ্ছটায় বিরাজ দেবগামী মানুষে।

ঈশ্বরী গোলাপ, শ্রান্ত ময়ূররঞ্জকী পবিত্র কামনা তুমি,

সঞ্জীবনী গোলাপ, পুষ্পদলবেষ্টিত, রাগের সুরবাহার!

নশ্বর রূপবিকাশ যেন এক সুললিত, জাদুকরী অন্ত্যমিল;

অমর করো কালের শিশুদের, সেতুবন্ধনে তুমি পৃথিবী ও মহালোকে।

ঈশ্বরী গোলাপ, চিরনিত্যের আরক্তিম পরমানন্দ,

প্রণয়ী গোলাপ, সকল উপস্থিতির এক রক্তিম গভীরতা, লাবণ্যের উষ্ণ রোষ!

স্ফুরিত ব্যাকুল হৃদয়পাতে, এ আদিম ধরণীগর্ভে:

পৃথিবীর বিরচন করো অপরূপ নীলয়ে, আর এ জীবনকে অনন্ত পরমানন্দস্বরূপ।

ঈশ্বরগোলাপ 

-শ্রীঅরবিন্দ

লেখক পরিচিতিঃ

গাজী নিষাদ, জন্ম ১৯৯৬ সালের নভেম্বরে ঢাকার নরসিংদীতে। বেড়ে উঠা ও পড়াশোনা নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে। (স্কুল, কলেজ- বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও আর্টস-এ।) ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর, ভারতের শান্তিনিকেতন থেকে। পেশায়- ব্যবসায়ী( তুলনামূলক/অনুবাদ সাহিত্য-শিল্প ও ভাষাবিজ্ঞান বিষয়ক)।