
The Indian Rover (Issue: October, 2021)
চিৎকার - অম্লান বাগচী
কিবা এই ধ্বনি যার শরীর কথাতে ফোটে
কণ্ঠ যেখানে মন নিয়ে গেছে নিরিবিলি,
প্রতিটি স্বরেও যদি চেতনারা এসে জোটে
নিজেকে চিনতে তুই স্লোগানই চিনে নিলি।
সমুদ্র থেকে কান পাতা ঢেউয়ের ঝোঁক
শব্দ ছুড়ে ফেলেছে রোদভরা বালুতটে,
কচি হাত বুঝে গেছে একা ঝিনুকের শোক
শোননি সে যন্ত্রণা, নৌডুবির সংকটে
আওয়াজের রেশ তবে শব্দের বিপ্লবে
ফুলে ওঠা গ্রীবাটির শিরা ঘিরে উজ্জ্বল,
ভুলে গেছে ঠোঁট নাড়া, সন তারিখ, সে কবে…
ম্লানিমাকে বুকে রাখা বিষাদই অবিকল।
সময়ের সুতো ধরে সম্পর্ক বিনুনি
ভুল কথা, ভুল বোঝাবুঝি কিছু থাকবেই,
প্রবাদ ভুলে গেলেও মনকে বলতে শুনি
নীরবতার থেকে তো রূঢ় চিৎকার নেই।
পরিচিতি: –
অম্লান বাগচী পেশায় স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাপাশি যে জগৎ তাঁর সঙ্গে চির ওতপ্রোত হয়ে আছে, যেখানে তিনি নিজেকে খুঁজে পান তা কবিতার জগৎ। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম. এ. করেন। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল গবেষণা করার পর সম্পূর্ণ করেন বি.এড.। English Language and Literatureএর প্রতি তাঁর আগ্রহ তাঁকে English Honours সম্পূর্ণ করতে উদ্বুদ্ধ করে। তাঁর কাব্যগ্রন্থ “তাকালেই জাগে স্পন্দন” প্রকাশিত হয়েছে 2020, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়। কবিতা নিয়ে ভাবনাচিন্তাই তাঁর জীবনের নিশান হয়ে উঠতে চায়।