
আলোর সন্ধান- তীর্থঙ্কর সুমিত
বয়ে যাওয়া নদীকে রোজ দেখি
বয়ে যেতে…
মৃত গাছেও বাঁসা বাঁধে সজীব ছত্রাক
ওলিতে গলিতে মিছিলের ঢল
নিজের আড়ালে নিজেই হেঁটে চলি বহুপথ
রঙ পাল্টালে রঙিন হয় প্রজাপতি
রামধনু হতে চাওয়া বিকেল
কখনো ভোরের আলোকে স্পর্শ করেনা…
তাইতো সময় আলোর সন্ধান আঁকে এ পৃথিবীর বুকে।