শক্তি - রমা চন্দ্র
কৈলাস হতে নেমে…
আসে উমা ঘরের মেয়ে।
সাজে সমতল-
শরতের ফুল ফল
আলো আর গানে,
ভরে ওঠে প্রাণ আনন্দবানে…
নবসৃষ্টিতে ধানের শীষ-
কিষান কিষানীর মুখে হাসি আনে।
আমাদের উমা সর্বংসহা
সকলের ই মঙ্গল করতে জানে।
ক’রে জগৎ আলো…
ঘোচায় মনের কালো।
অসুরদলনী বহুবলধারিণী অশুভনাশিনী-
কন্যা জায়া মাতা সে,
সদা নারীশক্তি বিকাশে…
এই বারতা ই দেয় সে-
“জাগো তবে নারী,
ভয় দূর করি
সুখ নীড় ছাড়ি-এই আঁধার ভাঙি…
রণতরী গড়ি
দিতে হবে পাড়ি…,
চেয়ে দেখো আজ-
মানব সভ্যতার লাজ!
ধর তবে সেই সাজ-
‘রণংদেহি মূর্তি’-
কর তুমি অসুরদলন
শিষ্টের পালন…”।
কবি পরিচিতি: রমা চন্দ্র, শারীরিক কারণে কোটাসুর হোলি কনভেন্ট স্কুলের শিক্ষকতা ছেড়ে বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি এবং শখের ডিজাইনিং করেন। স্বীকৃতি হিসেবে বিভিন্ন সাহিত্য গ্ৰুপ থেকে সম্মাননা পেয়েছেন।