শারদীয়া - সৌমিক কুমার দে
শিউলি ঝরা ভোরে
কাশ ভরা মাঠে
মনের গভীরে শুধু
ভেসে ওঠে একটি শব্দ ।
মাটি লেপা গন্ধে
নতুনের ছন্দে
তালে তাল কাঠি যাদু
গাঢ় হয় সে শব্দ।
বর্ণে বর্ণে মালা গাঁথে
অপেক্ষার প্রহর কাটে
সাজে সাজে ওঠে বেড়ে
ছোট্ট সে শব্দ।
স্বাদ, গন্ধ মিশে যায়
শব্দ খানি প্রাণ পায়
চার অক্ষর বলে কথা
শুভ ‘শারদীয়া’।।
কবি পরিচিতি:
কবি সাহিত্যিক সৌমিক কুমার দে’র জন্ম বাঁকুড়া জেলায়। ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর, পেশায় শিক্ষক। জড়িত আছেন বিভিন্ন দেশি-বিদেশি পত্র পত্রিকার সঙ্গে । কবির প্রথম বই ‘অদ্রিকাকে নিয়ে’ প্রকাশ পায় ২০০৫ সালে ।কবিতা ও গল্প লেখার ফাঁকে ছবি আঁকাও কবির প্রিয় একটি শখ।ভালোবাসেন নিত্য নতুন জায়গা পাড়ি দিতে।