
ঠোকর- অম্লান বাগচী
লেখাপড়া করার টেবিল। আয়তনে বেশ বড়।
একদিকে ডাঁই করে রাখা বইপত্র
পাশে ফাইল, কাগজ, পেনদানি
অগোছালো….
সেখানেই ঢুকেছে পাখি। বিস্কুটের ভাঙা দানা
পেয়ে দিচ্ছে ঠোকর। খিদে তার জড়িয়েছে
চঞ্চলতা, এদিক ওদিকের ভাঙা রোদ যেন
পরেছে নূপুর।
উড়িয়ে দেওয়াই উচিত ছিল মনে হয়
পারিনি ওড়াতে পাখি। সারা গায়ে জীবনের ঠোকর
বসিয়ে রেখেছে তাই কথাহীন পালকের নীড়ে।
পরিচিতি: –
অম্লান বাগচী পেশায় স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাপাশি যে জগৎ তাঁর সঙ্গে চির ওতপ্রোত হয়ে আছে, যেখানে তিনি নিজেকে খুঁজে পান তা কবিতার জগৎ। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম. এ. করেন। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল গবেষণা করার পর সম্পূর্ণ করেন বি.এড.। English Language and Literatureএর প্রতি তাঁর আগ্রহ তাঁকে English Honours সম্পূর্ণ করতে উদ্বুদ্ধ করে। তাঁর কাব্যগ্রন্থ “তাকালেই জাগে স্পন্দন” প্রকাশিত হয়েছে 2020, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়। কবিতা নিয়ে ভাবনাচিন্তাই তাঁর জীবনের নিশান হয়ে উঠতে চায়।