লেখাপড়া করার টেবিল। আয়তনে বেশ বড়।
একদিকে ডাঁই করে রাখা বইপত্র
পাশে ফাইল, কাগজ, পেনদানি
অগোছালো….
সেখানেই ঢুকেছে পাখি। বিস্কুটের ভাঙা দানা
পেয়ে দিচ্ছে ঠোকর। খিদে তার জড়িয়েছে
চঞ্চলতা, এদিক ওদিকের ভাঙা রোদ যেন
পরেছে নূপুর।
উড়িয়ে দেওয়াই উচিত ছিল মনে হয়
পারিনি ওড়াতে পাখি। সারা গায়ে জীবনের ঠোকর
বসিয়ে রেখেছে তাই কথাহীন পালকের নীড়ে।