The Indian Rover ( Issue : August , 2021)
নেতাজী সুভাষচন্দ্র আর আমার ছোট্ট ছেলে -প্রতীক মিত্র
আমার ছোট্ট ছেলে নেতাজী সুভাষকে চেনে।
সমর পোশাক পড়া নেতাজীর একটা পুতুল
ওকে কিনে দিয়েছি।
ও পুতুলটাকে দেখলে স্যালুট করে।
‘কদম কদম বড়ায়ে যা’ গাইলে মার্চ করে।
নেতাজী ভবন ও ঘুরে এসেছে।
ওকে বোস বললেই
ও ভাবে সুভাষ বোসের কথা বলছি।
ওর মুখে তৃপ্তির হাসি আসে।
ভাবখানা এমন যেন ও আমায় বুঝে গেছে।
ভাবখানা এমন নেতাজী সুভাষের সাথে
ওর আত্মীয়তা বেশ গভীর।
ও জানে নেতাজী সুভাষ মানেই
ঘোড়া চড়া, লড়াই,বীরত্ব।
আমার ছোট্ট ছেলেও
নেতাজী সুভাষকে
অন্যদের মত অনুষঙ্গ আর প্রতীকময়তাতেই চেনে।

Bio :
Pratik Mitra besides writing teaches English. He is fond of writing both in English and in Bengali. His pieces have been published both in national magazine as well as international ones. He is fond of reading books, playing chess and watching films.

Tags: The Indian Rover