fbpx

শেষ ঋতুটার আগুন

শেষ ঋতুটার আগুন - বলাই দাস

তোর সাথে খুনসুটি যতই বাড়ে, ততই আলগা হয় বাসন্তিকা
শাড়ির আঁচল, নাচতে থাকে বুকে ফাল্গুনী রাত 
কোন এক বৃষ্টির দিন হয়েছিলো অসংলগ্ন ভুল মধ্যরাত হেসে
ছিল তৃপ্তির হাসি মায়াবী নদীর চলন শব্দ। 
বসন্তের আগুন জ্বলে পলাশ চুড়ায় , নীল চাঁদের আলোয় সাজে
অক্ষর মালা জিরচ্ছো মানচিত্র ছোপধরা অন্তরবাস ঝিকমিক
সমস্ত বিশ্বচরাচর। 
প্রাপ্তির পর সবাই ভুলে যায় অতীত, তাই আয় না– দু’ জনে 
আগুন পোহাই শেষ ঋতুটার –!