
নারীর বঞ্চনার অগ্নিস্ফুরণ - শুভ্রা ভট্টাচার্য
Bio:
শুভ্রা ভট্টাচার্য , হুগলীর চুঁচুড়া নিবাসী সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। পিতা দীননাথ ভট্টাচার্য, মাতা সাবিত্রী ভট্টাচার্য, জন্মসাল : ০১/০২/১৯৭২। আশৈশব একটু ভিন্ন চিন্তায় প্রতিবাদী লেখনীতে মনের ভাব ব্যক্ত। রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ( ইন্টার ন্যাশনাল হিউম্যান রাইটস, পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ, হুগলী ক্রেতা সুরক্ষা, মানবিক welfare সোসাইটি, কোভিদ কেয়ার নেট ওয়ার্ক ইত্যাদি) এর কাজের সাথে যুক্ত। বিভিন্ন পত্র পত্রিকা, বই ও ম্যাগাজিনে লেখা প্রকাশ। প্রিয় ছাত্রছাত্রী ও স্যারদের নিয়ে অসহায় আর্ত মানুষ ও শিশুদের মুখে হাসি ফোটাতে নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংগঠণ “অন্তরবীক্ষণ”। “অনুরণন” নামক নিজস্ব বই সম্পাদনা। পঞ্চবর্তিকা, পরমাণুপুঞ্জ বিকিরন, ত্রিবেণীবীক্ষনে বইগুলো প্রকাশের পথে।ইন্টার ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পক্ষ থেকে ৮ ই মার্চ সোশ্যাল activist হিসাবে সেরা নারী সম্মাননা Internatinal Women’s Day Excellence Award 2021এ ভূষিত হওয়া। চাকরি ও সংসারের রোজনামচায় জীবন সীমাবদ্ধ নয়। পরিচিত ও অপরিচিতের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকারে অদ্ভুত তৃপ্তিলাভ। ছাত্রছাত্রী জ্ঞানীগুনী মহতীর সান্নিধ্য লাভের আকুলতা প্রাণে। ইতিবাচক মন নিয়ে লেখনীর মাধ্যমে এ পৃথিবীকে সকল শিশুর বাসযোগ্য করার স্বল্প প্রচেষ্টা মাত্র।।