ফেলে আসা সমুদ্র স্মৃতিরা - শুভঙ্কর বিশ্বাস
সেদিন ছিল নিম্নচাপের দিন
বালিয়াড়ি জুড়ে হাজার হাজার মৃত কাঁকড়া শরীর,
তাদের শরীর গন্ধে, কাক-চিল-সারমেয়দের নিষিদ্ধ উজ্জাপন,
তোমার প্রতিটি ভাঁজে তখন লোনা ছোঁয়াচ লেগেছে
আসলে লোনা মাত্রই তো ছোঁয়াচে;
জোয়ারের অপেক্ষা করতে করতে ক্লান্ত বালিয়াড়িও এক সময় লোনা জলের ছোঁয়াচ পেতে চায় –
ওই দূর দিগন্ত থেকে উড়ে এসে পরিযায়ী তুমি সেদিন আমায় বললে, ‘আমায় একটা খাঁচা দেবেন?…. আকাশ পেতে পেতে আমি ক্লান্ত….’
আমি বুকের খাঁচা খুলে দিলাম
তোমার আকাশ রাখবে বলে……।।
Tags: The Indian Rover