
হীরক রাজার প্রজা - আশিস চক্রবর্তী
Bio:
লেখক আশিস চক্রবর্তী স্কুল জীবন থেকেই নিজের প্রতিষ্ঠিত পত্রিকা ” এককলম ” এর সম্পাদনা করেছেন দীর্ঘ সাত বছর। স্থানীয় সংবাদ পত্রে সাংবাদিকতা কেউ পেশা হিসেবে নিয়ে ছিলেন এক সময়। বর্তমানে গল্প, কবিতা , নাটক , প্রবন্ধ ,উপন্যাস প্রভৃতি ভারত , বাংলাদেশ , অস্ট্রেলিয়া , কানাডা , কার্ডিফ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে চলছে অনলাইনে ও মুদ্রিত আকারে। মিলেছে বিভিন্ন পুরস্কারও। ভৌতিক বিষয় অবলম্বনে লেখা বেশ কিছু অডিও স্টোরিও প্রকাশিত হয়েছে ,একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে। অন্যান্য বিষয়ে গল্প রচনা করলেও ভৌতিক ও অলৌকিক বিষয়ে রচিত গল্প গুলিই তাকে পাঠক ও শ্রোতা মহলে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ইতিমধ্যে বহুল পরিচিত পত্র পত্রিকায় , গল্প সংকলনে প্রকাশিত হয়েছে তার রচিত একাধিক গল্প-কবিতা।এটিই তার একক গল্প সংকলন হিসেবে প্রথম।জেলাস্তর থেকে রাজ্য তথা পার্শ্ববর্তী দেশ থেকেও পেয়েছেন একাধিক সাহিত্য সম্মান।