এবার পুজোর কদিন - সৌম্যদীপ রামানন্দী
সারাবছরের গুনতিতে এই কটি দিনের চাওয়া,
বোধন থেকে বিসর্জন সেই তো পরম পাওয়া।
পুজোর ছোঁয়া খুঁজে যে পাই রাস্তার ফুচকারি ঝালে,
আগমনীর বইছে হাওয়া মনের ভেলার পালে।
মন্ডপের টুনি লাইটে বাৎসরিক উপার্জনের আশা,
আনন্দে ঢাকি থেকে ইলেকট্রিশিয়ান সবরকমের পেশা।
পেঁজা তুলো নীল আকাশ,
কাশফুলের ঐ দোলা,
ভাই বোনেতে লুটোপুটি,
শিউলির সুবাসের খেলা।
সাবেকি আর থিমের মাঝে সেলেবদের দ্বন্দ,
অ্যামাজন আর কাঞ্জিলাল কোনটা হবে মন্দ?
রাত জেগে প্যান্ডেল হপিং মানেই বিশাল হাঁটা,
নতুন জুতোয় ফোস্কা পড়ুক তাও আনন্দে নেইকো ভাঁটা,
চতুর্থীতে বাড়ির কাছেই,সপ্তমীতে দূরে,
এই কটা দিন বাঙালী , নই মোরা কেউ কুঁড়ে।
অষ্টমীতে শাড়ি পাঞ্জাবী, দুপুরে খিচুড়ি প্রসাদ সঙ্গে,
নবমীতে চুটিয়ে আড্ডা, প্ল্যানিং পুরো তুঙ্গে।
বিরিয়ানি আইসক্রিমে মজেছে সবাই, ডায়েট ভুলে
আট থেকে আশি আনন্দে মেতে,বয়সটা সিন্দুকেতে তুলে।
বুকভরা প্রার্থনা বা কেউ ব্যাস্ত মায়ের সাথে বন্দী সেলফিতে।
ট্র্যাডিশনাল টু নিউ নরমাল, ভাসছি সবাই কালের স্রোতে।