অজ্ঞাত - অভিজিৎ দাস
খুন হয়েছে সব কিছু তার,
মরেছে মনের ভাষা ;
মেয়েটা তবু অপেক্ষারতা,
আজো ছাড়েনি আশা।
কথা দিয়েছে তাহার নবীন
আসবে ফিরে ঘরে ;
পথ চাহিয়া তাই সে বসিয়া
দশটা বছর ধরে !
মা-মা করিয়া বাচ্চাটা কয়,
“বাবা আসবে কবে ?”
সে শুধু বলে,”আসবে তবে,
কাজ ফুরাবে যবে।”
আশা জাগিলে মনের ভেতর
বুক চেপে সে ধরে ;
ভাবতে থাকে প্রাণের নবীন
আসবে দুদিন পরে।
তার প্রণয়ী সেই যে গেছে
নতুন কাজের আশায় ;
দশটা বছর কাটল তবু
ফিরল না সে বাসায়।
ফুরিয়ে যায় পান্তা-বাটি
আনতে গিয়ে নুন।
আজো সে জানেনা নবীন ধোপা
কবেই হয়েছে খুন !
Bio :
জন্ম ১৯৮২ সালে ৮ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থকে ২০০৭ সালে ইংরেজী সাহিত্য নিয়ে এম. এ. পাশ। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার একটি হাই স্কুলের শিক্ষক। ২০১৯ সাল থেকে কবিতা দিয়ে লেখা-লেখি শুরু। ২০২০ থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা প্রকাশ। প্রথম গল্প “আশ্চর্য এক্সপেরিমেন্ট” প্রকাশিত হয় ‘ স্পন্দন ই ম্যাগাজিনে’ ২০২০ সালে। তারপর থেকে নানান পত্র-পত্রিকায় ছোট-বড় বিভিন্ন ধরনের গল্প এবং কবিতা প্রকাশিত হয়ে চলেছে। ‘বাংলার লেখা ই- ম্যাগাজিনে’ “মিস্টার বর্ধনের পক্ষীশালা” আমার দ্বিতীয় গল্প। এই ম্যাগাজিন আমার প্রথম গল্প ছিল “হায়নার রক্ত”। সৃষ্টি প্রকাশনী থেকে আমার প্রথম বই প্রকাশ পেতে চলেছে। বইটির নাম “হাজরা পুরী রহস্য।”