
নতুন ভোরের অপেক্ষায়- ডা:অরুণিমা দাস
ভোরের আকাশে ছড়িয়ে পড়া সূর্যের লাল আভা
জানান দেয় নতুন দিন শুরুর,সাথে বাড়ায় প্রকৃতির শোভা।
সাত সকালের মধুর ছবি প্রশান্তি এনে দেয় মনে
ঘুম ভাঙ্গে পাখিদের কিচিরমিচির আর মিষ্টি কুজনে।
দূর থেকে কানে ভেসে আসে প্রভাতের আগমনী গান
গত দিনের ক্লান্তি ভরা নিস্তেজ শরীর ফিরে পায় প্রাণ।
রক্তিম সূর্য উদিত হয়,করে নতুন এক দিনের সূচনা
নিজেকে খুঁজে পাই নিজের মত করে,শুরু হয় নিজের নিজেকে চেনা।
শুরু হয় ঘোড়দৌড় পেছনে তাড়া করে কাজ
ছুটতে থাকি দিনভর পরে কাজের তাজ।
সারাদিন কাজের পরে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে বিছানায়
চোখ বুজে আসে,নেমে আসে ঘুম,শুধু মন জেগে থাকে আগামী ভোরের প্রতীক্ষায়।
লেখক পরিচিতি:
নাম – ডা: অরুণিমা দাস
পেশা – এমবিবিএস করার পর বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েশন পাঠরতা।
পড়াশুনার পাশাপাশি লেখালিখি করতে ভালোবাসি।অন্তর্মুখী স্বভাবের, তাই কলমের মাধ্যমে মনের ভাব ব্যক্ত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
নেশা – গল্পের বই পড়া, নিত্য নতুন জায়গায় ঘুরতে যাওয়া